Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে স্থায়ী শহিদ মিনারের জন্য গ্রেস মেং-এর সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০২২

নিউইয়র্কে স্থায়ী শহিদ মিনারের জন্য গ্রেস মেং-এর সঙ্গে বৈঠক

নিউইয়র্কে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এবং কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ ফেব্রুয়ারি ভার্চুয়াল মাধ্যমে এটি অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় মনিরুল ইসলাম গ্রেস মেং-কে শুধু যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিই নয় বরং বাংলাদেশেরও একজন ভালো বন্ধু হিসেবে অভিহিত করেন। 

কনসাল জেনারেল কংগ্রেসওম্যান মেং-কে আসন্ন মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান এবং ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য ব্যাখ্যা করে নিউইয়র্কে যথোপযুক্ত স্থানে একটি স্থায়ী শহিদ মিনার স্থাপনের বিষয়ে তার সহযোগিতা কামনা করেন। 

তিনি এ সময় কমিউনিটির কল্যাণে আগামী দিনগুলিতে একসাথে অধিকতর ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে কংগ্রেসওম্যানের দৃষ্টি আকর্ষণ করেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ