
ওজনপার্কে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি যুবক খন্দকার মোদাচ্ছেরের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি বাদ জোহর ওজনপার্কের আল আমান জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এরপর লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়ালের মুসলিম কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন আল আমান মসজিদের ইমাম মোহাম্মদ আলী।
ওই সময় নিহত মোদাচ্ছেরের পিতা, ভাই ও একমাত্র পুত্র এবং ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসানসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
জানাজা নামাজের আগে মোদাচ্ছেরের পিতা ও ভাই ছাড়াও কমিউনিটির পক্ষ থেকে আবু নাসের ও কবীর চৌধুরী উপস্থিত মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এদিকে খন্দকার মোদাচ্ছের হত্যার পর সাত দিন অতিবাহিত হওয়ার পরও হত্যাকারী গ্রেফতার না হওয়ায় তার পরিবার ও বাংলাদেশি কমিউনিটির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।