
নিউইয়র্কের স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান সাউথ জ্যামাইকা ইসলামিক সেন্টার তথা মসজিদ আল কোবার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি জ্যামাইকার ১০৭-২৪ ইনউড স্ট্রিট অবস্থিত মসজিদটির কার্যালয়ে এই কমিটি গঠিত হয়।
এতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন- কাজী এম আর খান সেলিম। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন যথাক্রমে আব্দুর রহিম লিটু, জিয়াউল হক সরকার, জাকির হোসাইন এবং কাজী জামান।
সেক্রেটারি নির্বাচিত হয়েছেন- মোস্তফা জামাল পাশা এবং এসিসটেন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন দিদারুল আলম। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন- সাইফ খান এবং সহ কোষাধ্যক্ষ হয়েছেন- মোহাম্মদ লুৎফুর রহমান ও মোহাম্মদ এন ইসলাম।
নতুন এই কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ ফেরদৌস হোসাইন, মোহাম্মদ এস চৌধুরী, সারওয়ার আলম, খালেদ আহমেদ, মাহবুব আলম, শহিদুল ইসলাম, মাসুদ আলম ভূঁইয়া এবং মোহাম্মদ নজরুল ইসলাম।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।