
নিউইয়র্কের স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান মুসলিম সেন্টার অব নিউইয়র্ক-এর উদ্যোগে ‘অ্যা নাইট উইথ দ্য কোরআন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্য দিয়ে কোরআন তেলাওয়াত এবং বিষয়ভিত্তিক আয়াত নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা অনুষ্ঠিত হবে।
আগামী ১২ ফেব্রæয়ারি বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আয়োজন সম্পন্ন হবে নিউইয়র্কের কুইন্সের ১৩৭-৫৮ জেরানিয়াম এভিনিউতে।
এতে আলোচনা করবেন- শায়েখ আবলেলাল হামিদ আজকাম, শায়েখ ওয়ালিদ আল বাতরাইউশ এবং শায়েখ ফুয়াদ আল কাসাস। কোরআনের আলোচনা শুনতে অনুষ্ঠানটিতে উপস্থিত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে মুসলিম সেন্টার অব নিউইয়র্ক কর্তৃপক্ষ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।