
বাংলাদেশের সিনিয়র তিন সাংবাদিকের মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র এই সাংবাদিক হলেন- রিয়াজ উদ্দিন আহমেদ, শামছুল আলম বেলাল ও পীর হাবিবুর রহমান।
গতকাল ৮ ফেব্রæয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে এই শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের।
দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদ।
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- মনজুর আহমেদ, মঈন উদ্দীন নাসের, ডা. ওয়াজেদ এ খান, মাহফুজুর রহমান, ইব্রাহিম চৌধুরী খোকন, আবু জাফর মাহমুদ, গিয়াস আহমেদ, কাজী নয়ন, ডা. বর্নালী হাসান, আকবর হায়দার কিরন।
আরও বক্তব্য রেখেছেন- রতন তালুকদার, মোহাম্মদ সাঈদ, ইশতিয়াক আহমেদ রুপু, মাহবুব রহমান, এবিএম সালাহউদ্দিন আহমেদ, ফরিদ আলম, আবিদুর রহীম, মমিন মজুমদার, এসএম সোলায়মান, সৈয়দ সুজাত আলীসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।