Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট ইউএসএ-এর শোকসভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২২

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্ট ইউএসএ-এর শোকসভা

গত ২৫ জানুয়ারি সন্ত্রাসীর গুলিতে মারা গেছেন এনওয়াইপিডির দুজন সদস্য জেসন রিবেরা এবং উইলবার্ট মোরা। তাদের অকাল মৃত্যুতে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ-এর উদ্যোগে শোকসভার আয়োজন করা হয়েছে। 

গত ৬ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় এটি অনুষ্ঠিত হয়। শোকসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ-এর সভাপতি শাহ শহীদুল হক। 

প্রধান অতিথির বক্তব্য রাখেন ১১৫ প্রিসেন্টের ক্যাপটেন জামিল আল তাহেরী এবং ডিষ্ট্রিক এর্টনী কুইন্সের কম্যুনিটি কো অডিনেটর রোকেয়া আকতার। 

সভাপতি শাহ শহীদুল হক বলেন, এমন হত্যাকাণ্ডের ঘটনায় দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভলপমেন্টের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ