
কমিউনিটি ইউনাইটেড ডেমোক্রেটিক ক্লাব, আইজে ক্রিয়েটিভ সলিউশনস এবং সাদাকাহ ইউএসএ-এর উদ্যোগে দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্য ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল ৪ ফেব্রুয়ারি জুমার নামাজের পর জ্যামাইকার হিলসাইড এভিনিউতে অবস্থিত দারুল উলুম মসজিদের সামনে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। আয়োজনে অর্থায়ন করেছে কমিউনিটি এলায়েন্স গ্রুপ। কর্মসূচির মাধ্যমে শতাধিক পরিবারকে সহায়তা করা হয়েছে।
সহায়তা পাওয়া ব্যক্তিরা এমন মানবিক আয়োজনের জন্য প্রতিষ্ঠানগুলোর ভূয়সী প্রশংসা করেছেন।
একইসাথে, কর্মসূচির আয়োজন করা সংগঠনগুলোর পক্ষ থেকে ভবিষ্যতে এমন সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। গেল কয়েক মাসে জ্যামাইকাসহ নিউইয়র্কের বিভিন্ন স্থানে এই সহায়তা দেওয়া হয়েছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।