Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

দ্রুত বাংলাদেশ সোসাইটির নির্বাচন চান প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৯, ৪ ফেব্রুয়ারি ২০২২

দ্রুত বাংলাদেশ সোসাইটির নির্বাচন চান প্রার্থীরা

বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে আদালতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। এবার দ্রুত নির্বাচন অনুষ্ঠানের তাগিদ দিয়েছেন সব প্রার্থীরা। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে, সব পক্ষ চাইলেই কেবল দ্রুত নির্বাচনের প্রস্তুতি নিতে পারে কমিশন। 

গত ২৫ জানুয়ারি আদালত ক্রস মোশানে সকল কাগজপত্র যাচাই-বাছাই শেষে সোসাইটির নির্বাচন স্থগিত সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে নেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রব-রুহুল প্যানেলের সভাপতি প্রার্থী আব্দুর রব মিয়া জানান, আমরা সম্পূর্ণ প্রস্তুত, আশাকরি নির্বাচন কমিশন দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে। 

একই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী বলেন, যত তাড়াতাড়ি নির্বাচন হবে, ততই মঙ্গল। কারণ আবারও যে কেউ মামলা ঠুকে দিবে না, তার কোনো নিশ্চয়তা নেই। 

অন্যদিকে নয়ন-আলী প্যানেলের সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন বলেছেন, ভবিষ্যতে কী হবে সেটা ভেবে বসে থাকলে চলবে না। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাই। একই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলীও তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ