
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর প্রাণের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নির্বাচনে। ফলে আগামী মার্চের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে বাধ্যবাধকতা রয়েছে তা ব্যাহত হতে পারে।
সেক্ষেত্রে মে মাসের মাঝামাঝি নির্বাচন হতে পারে বলে আভাস পাওয়া গেছে। মার্চে নির্বাচন আয়োজনের প্রাথমিক প্রস্তুতিও নিতে পারেনি নির্বাচন কমিশন। কারণ কার্যকরী পরিষদ এখনো ভোটার তালিকা প্রস্তুত করতে পারেনি।
প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম বলেন, চাঁদ দেখা সাপেক্ষে ১ বা ২ এপ্রিল থেকে রোজা শুরু হচ্ছে। রোজার মধ্যে নির্বাচনের তারিখ নির্ধারণ সম্ভব নয়।
‘কোনো কারণে সময় বাড়ানোর প্রয়োজন হলে নির্বাচন মে মাসে করা ছাড়া আর কোনো বিকল্প নেই। সাধারণ সভা ডেকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ বলেন প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।