
বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসে জুয়েল অটো রিপেয়ার অ্যান্ড বডি শপ নামের একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। গত ৩১ জানুয়ারি বাংলাদেশি-আমেরিকান তরুণ ব্যবসায়ী ও কার স্পেশালিস্ট জুলফিজার আকতার জুয়েলের মালিকানাধীন বৃহৎ এই অটো রিপেয়ার কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিংয়ে শুভ কামনা জানাতে উপস্থিত হন নিউইয়র্কের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন পার্কচেস্টার ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল হক।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট শেখ জামাল হুসেন, সিরাজুল ইসলাম খান, আব্দুর রহিমসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।