
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমিউনিটির যেসব ব্যক্তি এবং তাদের আত্মীয়-স্বজন মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ।
গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় এস্টোরিয়ার আল আমীন জামে মসজিদে এই আয়োজন সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি তজমুল হোসেন, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, উপদেষ্টা সিরাজ উদ্দিন সোহাগ ও আবদুল মোছাব্বির, সহ সভাপতি সৈয়দ রুহুল, সৈয়দ আবুল কাশেম।
এছাড়া জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি মঞ্জুর হোসেন চৌধুরী জগলুল, শ্রীমঙ্গল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক চমন এলাইহি, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি কয়েস আহমেদ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।