
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ-এর উদ্যোগে কোভিড টেস্টিং, কোভিড ভ্যাকসিন এবং ফ্লু শর্ট প্রদান করা হয়েছে। গতকাল ২৮ জানুয়ারি শুক্রবার এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।
এতে সার্বিক সহযোগিতা করেছে এপেক্স মোবাইল ওয়েলনেস এবং ব্লু শেড ব্লু ক্রস নামক দুটি প্রতিষ্ঠান। কর্মসূচির মাধ্যমে কমিউনিটির প্রায় ১০০ মানুষকে কোভিড সহায়তা করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহাবুদ্দিন, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ, সহ-সভাপতি কয়েস আহমেদ, সংগঠন দুটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন।
এছাড়া মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মামুন, কোষাধ্যক্ষ ইমদাদ রহমান তালুকদার, সাব্বির আহমেদ, বিলাল আহমেদ, মুহিবুর রহমান, ফয়সাল চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক সিটির ৫ বোরোতে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি এবং এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।