নর্থ ব্রঙ্কসের বাসিন্দা এবং বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট হুমায়ূন কবির তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। ব্রঙ্কস কাউন্টি ক্রিমিনাল কোর্টে মামলটি মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত মামলা বাতিল করে তাকে নির্দোষ ঘোষণা করেছে।
হুমায়ূন কবির জানিয়েছেন, নর্থ ব্রঙ্কস জামে মসজিদে দীর্ঘদিন যাবৎ সাধারণ মুসল্লি ও মসজিদ কমিটির মধ্যে মতবিরোধ চলে আসছিল। সভাপতি সৈয়দ জামিল আলী ও আবু সালেহ মসজিদের নিয়মিত মুসল্লি হুমায়ূন কবিরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ব্রঙ্কস ক্রিমিনাল কোর্টে মামলা দায়ের করেন।
দীর্ঘ প্রায় আট মাস মামলা চলার পর কোর্টে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়েছে। হুমায়ূন কবির তাকে সহযোগিতা করায় ব্রঙ্কসবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।