
জ্যামাইকা মুসলিম সেন্টার তথা জেএমসির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও বোর্ড অফ ট্রাস্টির কর্মকর্তাগণ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ২২ জানুয়ারি প্রতিষ্ঠানটির মিলনায়তনে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এতে সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের বিদায়ী চেয়ারম্যান সৈয়দ মোজাফফর। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের নবনির্বাচিত চেয়ারম্যান মো: জায়েদুর রহমান।
এছাড়া পুন:নির্বাচিত প্রেসিডেন্ট ডা: মো: সিদ্দিকুর রহমান, নবনির্বাচিত সেক্রেটারী আফতাব মান্নান, পুন:নির্বাচিত কোষাধ্যক্ষ বাবুল মজুমদার, বাছাই কমিটির সদস্য এনাম এম হক ও ইমাম শামসি আলী।
বিদায়ী কমিটির কর্মকর্তাগণ দায়িত্ব পালনকালে তাদের ভুলত্রুটি মার্জনা করে নবনির্বাচিত কমিটির কার্যক্রম আরো গতিশীল করার আহবান জানান। উল্লেখ্য, গত ১ জানুয়ারি নতুন কমিটির দায়িত্বভার গ্রহণের কথা থাকলেও আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।