Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে নুরুল ইসলাম স্মরণে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৯, ২৭ জানুয়ারি ২০২২

নিউইয়র্কে নুরুল ইসলাম স্মরণে আলোচনা সভা

মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক, লেখক ও সাংবাদিক নুরুল ইসলাম স্মরণে নিউইয়র্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জানুয়ারি জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস। 

অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আখতারুল ইসলাম, একাত্তরের গেরিলা যোদ্ধা ফেরদৌস নাজমী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল। 

লেখক ও সাংবাদিক রওশন হকের উপস্থাপনায় অনুষ্ঠানে নুরুল ইসলামের নিকটাত্মীয়, সাংবাদিক এমদাদ চৌধুরী দীপু মরহুমের জীবন ও কর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। 

লেখক, সাংবাদিক ও জনসমাজ আয়োজিত স্মরণ সভায় সমবেত লোকজন দাঁড়িয়ে মরহুম নুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ