
বাংলাদেশি অধ্যুষিত ওজনপার্কে উদ্বোধন করা হয়েছে জারা লাইফস্টাইল নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান। গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। এতে প্রতিষ্ঠানটির দায়িত্বশীলরা ছাড়াও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের আগে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ শামসুল ইসলাম।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাজু আহমেদ জানান, এই প্রতিষ্ঠান থেকে গ্রাহকরা তার পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক কিনতে পারবেন। কারণ আমাদের পোশাকের মান অত্যন্ত সমৃদ্ধ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল ইসলাম খান, বিয়ানীবাজার সমিতির বিভিন্ন স্তরের নেতাসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।