
মসজিদ আল কোবা তথা সাউথ জ্যামাইকা ইসলামিক সেন্টারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ জানুয়ারি রোববার জ্যমাইকার ১০৭-২৪ ইনউড স্ট্রিটে মাগরেবের নামাজের পর এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সাউথ জ্যামাইকা ইসলামিক সেন্টারের কার্যকরী কমিটি, ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট সেলিম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকের পরিচালনায় আয়োজন সম্পন্ন হয়।
বার্ষিক এই সাধারণ সভায় প্রতিষ্ঠানটির আয় ও ব্যয়ের হিসাব তুলে ধরা হয়েছে। একইসাথে সাউথ জ্যামাইকা ইসলামিক সেন্টারকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
দায়িত্বশীলদের মধ্যে যারা বিদায় নিয়েছেন তাদের হাতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্মাননা তুলে দেওয়া হয়েছে। সভার সকল কার্যক্রম শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম জুবায়ের আহমেদ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।