
‘আমরা আমেরিকান বাংলাদেশি’ সংগঠনের উদ্যোগে ব্রঙ্কসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মূলত চ্যাটারটন জামে মসজিদের সভাপতি হুমায়ুন কবির এবং কুমিল্লা সোসাইটির সহসভাপতি মিয়া মোহাম্মদ দাউদকে বিদায় জানাতে এই মিলনমেলার আয়োজন করা হয়।
গত ১৪ জানুয়ারি রাতে ব্রঙ্কসের বাংলাবাজারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন হবিগঞ্জের চুনারুঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান জামাল উদ্দিন আহম্মেদ।
ফটো পোর্টাল তুষার পিকের এডিটর সাংবাদিক মুতাসিম বিল্লাহ তুষার এর সভাপতিত্বে এবং ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাধারন সম্পাদক কাজী রবি-উজ-জামান এর সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মুক্তিযাদ্ধা এম এ নাসির।
এরপর অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্য নিজেদের পরিচয় ও কুশল বিনিময় করেন এবং সংক্ষিপ্ত আকাওে সবার অনুভূতি ব্যক্ত করেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।