Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জেএমসির সামনে খাবার-পিপিই বিতরণ এবং কোভিড টেস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৪, ১৬ জানুয়ারি ২০২২

জেএমসির সামনে খাবার-পিপিই বিতরণ এবং কোভিড টেস্ট

জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ও কমিউনিটি ইউনাইটেড ডেমোক্রেটিক ক্লাব-এর উদ্যোগে এবং ডিআইজি ক্রিয়েটিভ সলিউশনস এর সৌজন্যে দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্য ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। 

গত ১৪ জানুয়ারি শুক্রবার জ্যামাইকা মুসলিম সেন্টারের সামনে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। এর পাশাপাশি সেখানে বিনামূল্যে কোভিড টেস্টের আয়োজন করা হয়। এই আয়োজনে অর্থায়ন করেছে কমিউনিটি এলায়েন্স গ্রুপ।

কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার, কমিউনিটি এলায়েন্স গ্রæপ-এর প্রেসিডেন্ট মিজান চৌধুরী এবং সংগঠনগুলোর ভলান্টিয়াররাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সহায়তা পাওয়া ব্যক্তিরা এমন মানবিক আয়োজনের জন্য প্রতিষ্ঠানগুলোর ভূয়সী প্রশংসা করেছেন।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ