
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা তথা মুনার নিউইয়র্ক নর্থ জোনের উদ্যোগে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৮ জানুয়ারী ভার্চুয়াল মাধ্যমে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
জোন সভাপতি আব্দুল্লাহ আল আরিফ-এর সভাপতিত্বে বৈঠকটি যৌথভাবে পরিচালনা করেন জোনের সাধারণ সম্পাদক মো: রাশেদুজ্জামান ও ম্যানপাওয়ার এন্ড এডুকেশনাল ডিরেক্টর মাওলানা ত্বোহা আমিন খান।
বিষয়ভিত্তিক আলোচনা করেন- ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী, ন্যাশনাল দাওয়াহ ও ফেইথ অ্যাওয়ারনেস ডিরেক্টর ড. মোহাম্মদ রুহুল আমিন।
ন্যাশনাল প্রেডিডেন্ট হারুন অর রশীদ বলেন, বর্তমান সমাজে দ্বীনি কাজ সম্প্রসারণে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি বিশুদ্ধ ঈমান আর কুরআন-হাদিসের জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানের সাবির্ক সহযোগিতায় ছিলেন জোন কর্মপরিষদ সদস্য দিদারুল আলম, প্রফেসর দেলোয়ার মজুমদার, মাওলানা আব্দুল কাইয়ুম, এডভোকেট আবুল হাসেম, সামসুল আলম এবং জিয়াউদ্দিন আহমেদসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।