
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার একই দুর্ঘটনা ঘটেছে জ্যামাইকায়। গত ১০ জানুয়ারি রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। এতে একটি পরিত্যাক্ত বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
হিলসাইড এভিনিউ সংলগ্ন ১৭২ ষ্ট্রীট ঠিকানার দ্বিতল বাড়িটিতে আগুন লাগার খবর পেয়ে সিটির ফায়ার ডিপার্টমেন্টের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে তার আগেই বাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাত ১০টা ৪২ মিনিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এরপর অন্তত ৬০জন ফায়ার সার্ভিস কর্মীর চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বাড়ির সদস্যদের উদ্ধার করা সম্ভব হলেও ফায়ার সার্ভিসের ৪ জন কর্মী আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।