
আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই’ তথা জেবিবিএ-এর নির্বাচন। এতে ১৫ আসনের জন্য লড়ছেন দুই প্যানেলের ৩০ প্রার্থী। একটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন গিয়াস আহমেদ এবং তারেক হাসান খান।
অপর প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন মাহবুবুর রহমান টুকু এবং মুনির হোসেন। গতকাল ৩ জানুয়ারি একটি পরিচিতি সভা করেছে টুকু-মুনীর পরিষদ। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এটি অনুষ্ঠিত হয়।
জেবিবিএ-এর বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক এবং আসন্ন নির্বাচনে ‘টুকু-মুনির’ প্যানেলের সভাপতি প্রার্থী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা মাহবুবুর রহমান টুকু বলেন, আমাদের প্যানেল জয়ী হলে ব্যবসায়ীদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।
শুধু ব্যবসায়ী নয়, ক্রেতা সাধারণের জন্যও নিরাপত্তার ব্যবস্থা করা হবে। মাহবুবুর রহমান টুকুর বিশ্বাস ‘জেবিবিএকে কল্যাণমুখী সংগঠনে পরিণত করার স্বার্থেই আমার প্যানেলকে জয়ী করবেন ভোটাররা।’
পরিচিতি সভায় আরও বক্তব্য রাখেন প্যানেলের সাধারণ সম্পাদক মুনির হোসেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।