আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। সভাপতি হয়েছেন বাংলা টিভির মীর ই ওয়াজিদ শিবলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাপ্তাহিক দেশ’র মিজানুর রহমান। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ১১টি পদে সবাইকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
আগামী ৮ জানুয়ারি আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচন হওয়ার কথা ছিল। তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমার নির্ধারিত দিন। ওইদিন ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরপর ১১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে গত ১ জানুয়ারি সকল প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ভয়েস অব আমেরিকার আকবর হায়দার কিরন, সহ-সভাপতি ভয়েজ অব বাংলার শিব্বির আহমেদ, যুগ্ম সম্পাদক এবি টিভির রিজু মোহাম্মদ, কোষাধ্যক্ষ বাংলা টিভির সাজ্জাদ হোসেন।
সাংগঠনিক সম্পাদক এখন সময়-এর ফারহানা চৌধুরী, প্রচার সম্পাদক বাংলাভিশনের নিহার সিদ্দিকী, কার্যকরী সদস্য ইত্তেফাকের শহীদুল ইসলাম, চ্যানেল ৭৮৬-এর মুহাম্মদ শহীদুল্লাহ এবং বাংলা টিভির আমজাদ হোসেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।