Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে নিউজ পোর্টাল এডিটরস ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ৪ জানুয়ারি ২০২২

নিউইয়র্কে নিউজ পোর্টাল এডিটরস ফোরামের আত্মপ্রকাশ

নিউইয়র্কে প্রতিষ্ঠিত নিউজ পোর্টাল সম্পাদকদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘নিউজ পোর্টাল এডিটরস ফোরাম’। 

২০২২ সালের প্রথম দিন ১৩টি অনলাইন নিউজ পোর্টাল নিয়ে গঠিত সংগঠনটির সভাপতি হয়েছেন দেশবাংলা ডটকমের সম্পাদক দর্পণ কবীর এবং সাধারণ সম্পাদক হয়েছেন রূপসী বাংলা ডটকমের সম্পাদক শাহ জে. চৌধুরী। 

জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সংগঠনটির পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। তাতে কোষাধ্যক্ষ হয়েছেন গোচরে ডট কম-এর সম্পাদক মোহাম্মদ হোসেন দিপু এবং নির্বাহী সদস্যরা হলেন দেশইউএসএ ডটকম-এর সম্পাদক মিজানুর রহমান ও বাংলানিউজ ইউএসএ২৪-এর সম্পাদক পুলক মাহমুদ। 

সংগঠনের সভাপতি দর্পণ কবীর জানান, এই ফোরাম বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্ত সাংবাদিকতায় উৎসাহ সৃষ্টিতে কাজ করবে। 

বিভিন্ন সময়ে সাংবাদিকতার পেশাগত মান উন্নয়নেও সংগঠনটি সভা-সেমিনার ও মুক্ত আলোচনা করবে। এছাড়া নিপীড়িত এবং আইনী অধিকার বঞ্চিত সাংবাদিকদের জন্য কাজ করার চেষ্টা করবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ