
নিউইয়র্কে বেসিক ইসলামিক সেন্টারের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি জ্যাকসন হাইটসের স্থানীয় একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল খালেক।
পরিচালনা এবং বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়া। অর্থ সম্পাদকের রির্পোট পেশ করেন হামিদুল হক।
সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের বক্তব্যের ওপর আলোচনায় যোগ দেন গোলাম সারোয়ার, শেখ এস আলী, মোস্তফা কামাল, রুহুল আমিন সিদ্দিকি, খবির উদ্দিন ভূইয়া, মো: ফখরুল ইসলাম মাছুম, শামীম কাদেরী, একেএম তারেক, আবুল খায়ের মোল্লা, আব্দুল্লাহ আল মাুমন. কামাল হোসেন, তরারক আহমেদ, জামাল হোসেন, আবুল কালাম, সামসুদ্দীন, আলমসহ আরো অনেকে।
বাফেলো থেকে জুমে সভাপতি নাজমুল হক সাধারণ সম্পাদক আল আমিন লিপুসহ প্রায় ৪০জন সদস্য অংশগ্রহন করেন। সাধারণ সভা শেষে বিগত কমিটির সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক আব্দুল হাকিম মিয়াসহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।