
নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির অতি পরিচিত মুখ মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার। ব্যবসায়ী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ও মূলধারার রাজনীতিক। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি।
এছাড়া তিনি আমেরিকান বাংলাদেশ বিজনেস এলায়েন্স-এর সভাপতি, এবি মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক। গত ২৯ ডিসেম্বর এই কমিউনিটি ব্যক্তিত্বের জন্মদিন।
এর দিনকয়েক আগে থেকেই কমিউনিটির সর্বস্তরের মানুষের ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ফখরুল ইসলাম দেলোয়ার। কমিউনিটির সেবায় বিশেষ অবদান রাখার জন্য জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা কর্তৃক পেয়েছেন বিশেষ সম্মাননা।
এছাড়া নিউইয়র্ক সিটির বিদায়ী কম্পট্রোলার স্কট এম স্ট্রীংগারের পক্ষ থেকেও বিশেষ স্বীকৃতি পেয়েছেন তিনি। শুভেচ্ছা জানানো হয় জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে।
এছাড়া নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয় ফখরুল ইসলাম দেলোয়ারকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।