
পবিত্র কোরআন হাতে নিয়ে শপথ গ্রহণ করেছেন নিউইয়র্ক সিটি কাউন্সিলে বিপুল ভোটে কাউন্সিল উইমেন হিসাবে নির্বাচিত বাংলাদেশি-আমেরিকান শাহানা হানিফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি দিয়ে বিষয়টি শেয়ার করেছেন মেরি জোবায়দা।
এর মধ্য দিয়ে নিউইয়র্ক সিটিতে শাহানা হচ্ছেন প্রথম মুসলিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত যিনি কাউন্সিল উইমেন হিসাবে দায়িত্ব পালন করবেন। তার এ বিজয়ের মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টির পাশাপাশি আমেরিকার মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের বিরাট সাফল্য হিসাবে বিবেচনা করা হচ্ছে।
শাহানা নিজেও এ নিয়ে দারুণভাবে অভিভূত। তিনি বলেন, বাংলাদেশি-আমেরিকান ভোটারসহ যারা আমাকে সমর্থন দিয়েছে, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা। আমার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নারীর ক্ষমতায়ন আরো সুদৃঢ় হবে বলে বিশ্বাস করি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।