Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

দারুল আহনাফ নিউইয়র্কে অ্যাওয়ার্ডিং সিরিমনি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৫, ২৭ ডিসেম্বর ২০২১

দারুল আহনাফ নিউইয়র্কে অ্যাওয়ার্ডিং সিরিমনি অনুষ্ঠিত

কমিউনিটির স্বনামধন্য দীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল আহনাফ নিউইয়র্কে অ্যাওয়ার্ডিং সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির ২০২০-২১ সেশনের মেরিট টেস্টে যারা সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন, অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সার্টিফিকেট এবং পুরস্কার তুলে দেওয়া হয়। 

গতকাল ২৬ ডিসেম্বর এই অ্যাওয়ার্ডিং সিরিমনি অনুষ্ঠিত হয় ব্রঙ্কসের ২০৯৬ স্টার্লিং এভিনিউতে অবস্থিত নিরব রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে। 

অনুষ্ঠানে ওলামায়ে কেরামদের মধ্যে উপস্থিত ছিলেন- বায়তুল জান্নাহ মসজিদের খতিব মাওলানা হেলাল আহমেদ, এমইএসবিএ-এর পরিচালক মুফতি ওবায়দুল্লাহ, আইটিভি ইউএসএ-এর সিইও মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, মসজিদে নুরুল আমির-এর খতিব মুহাম্মদ আবুল কাশেম, রিহলাতুল ইলম ফাউন্ডেশনের মুফতি তাহমিদ চৌধুরী এবং দারুল উলুম নিউইয়র্কের মাওলানা জাহেদুর রহমান। 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- ডাক্তার জুন্নুন চৌধুরী, মোহাম্মদ এন মজুমদার, মনজুর চৌধুরী জগলুল, মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ মাহফুজুল করিম, খন্দকার এম কামাল, মাসুক আহমেদ, মোহাম্মেদ ইউসুফ, জাকির চৌধুরী, জুবায়ের আলম চৌধুরী, মোহাম্মদ কবির, রেদওয়ান আহমেদ চৌধুরী, মাসুম আহমেদ এবং গাউস ভূঁইয়া। 

সমাপনী বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান দারুল আহনাফ নিউইয়র্কের প্রেসিডেন্ট রশিদ জামিল এবং প্রিন্সিপাল হামিদুল রহমান আশরাফ। 

অনুষ্ঠানের এক পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়- মুহাম্মদ শহীদুল্লাহ, খলিলুর রহমান, মাওলানা জাহেদুর রহমান এবং গাউস ভূঁইয়ার হাতে। অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশজুড়ে ছিল প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ