Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৯, ২৬ ডিসেম্বর ২০২১

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির বিজয় দিবস উদযাপন

বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতা-কর্মী। গত ১৯ ডিসেম্বর জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে এর আয়োজন করে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি। 

ওমর ফারুকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সদস্য সচিব আসেফ বারী টুটুলের পরিচালনায় মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। 

সভায় বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা সহিদুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম মেরাজ, মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ এ বার ভূঁইয়া, যুগ্ম আহবায়ক সবির লষ্কর, যুগ্ম আহবায়ক তোফায়েল চৌধুরী, যুগ্ম আহবায়ক ওসমান চৌধুরী।

এছাড়া সদস্য সচিব আসেফ বারী টুটুল, সদস্য ও যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু, মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস, সদস্য শাহজাহান সাজু, সদস্য শক্তি দাস গুপ্তা, সদস্য রবিউল, সদস্য ওয়সিম আকরাম, নূর ইসলাম বর্ষন, ওমর ফারুক আওয়াল কাজীসহ আরও অনেকে বক্তব্য রাখেন। 

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির আহবায়ক এ বার ভূঁইয়া বলেন, আসছে জানুয়ারী মাস থেকে কর্মী সংগ্রহ অভিযান শুরুর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পূর্ণাজ্ঞ কমিটি গঠন করা হবে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ