
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘বিজয় সমাবেশ’ করেছে ‘চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’। গত ১৯ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত এই আয়োজনের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মাননা পদক ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক শফিউল আলম। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মদ আহসান হাবিব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তাদির বিল্লাহ।
আলোচনা করেন- বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজি, মোহাম্মদ হোসেন, লাবলু আনসার, আবু তাহের ভূইয়া, শফিউল আলম, রাশেদ আহমেদ, এম এ শুক্কুর, জাহাঙ্গির আলম, কাজী নয়ন, লুৎফুল করিম, মুক্তিযোদ্ধা সন্তান-প্রজন্ম ফোরামের আহ্বায়ক আশরাব আলী খান লিটন।
অনুষ্ঠানে গান শোনান- চন্দ্রা রায়, রাজিব ও খায়রুল বাশার।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।