
বাংলাদেশি আমেরিকান সোসাইটির উদ্যোগে কমিউনিটিতে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রদান করা হয়েছে। গতকাল ২৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জ্যামাইকার ১৮১ স্ট্রীট হিলসাইড এভিনিউতে এই কর্মসূচি পালিত হয়।
নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগের সহায়তায় আয়োজিত এই কর্মসূচিতে বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ বুস্টার ডোজ গ্রহণ করেছেন। সেই সঙ্গে বুস্টার ডোজ গ্রহণকারীকে ১০০ ডলার করে দেওয়া হয়েছে।
এই কর্মসূচিতে বুস্টার ডোজ গ্রহণ ছাড়াও কোভিড টেস্ট করতে পেরেছেন সাধারণ মানুষ। বাংলাদেশী অ্যামেরিকান সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলী বলেন, বুস্টার ডোজ নিয়ে এটি আমাদের দ্বিতীয় উদ্যোগ। নিউইয়র্কে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে।
‘আমরা সাধারণ মানুষকে এই ভয়াবহতা থেকে নিরাপদ রাখতে চাই। তাই সিটির স্বাস্থ্য বিভাগের সঙ্গে কাজ করে যাচ্ছি। বুস্টার ডোজ প্রদান কর্মসূচিতে সার্বিক সহায়তা দিয়েছে বিসমিল্লাহ সুপার মার্কেট কর্তৃপক্ষ এবং নারায়ণগঞ্জ জেলা সমিতি।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বাংলাদেশী অ্যামেরিকান সোসাইটির পরিচালক মোহাম্মদ মিলন মোল্লা, প্রচার সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সদস্য এমদাদুল হক, নারায়নগন্জ জেলা সমিতি অব নর্থ অ্যামেরিকার সভাপতি মির্জা ফরিদ উদ্দীন, আমিনুর রহমান রুবেলসহ আরও অনেকে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।