
ব্রঙ্কসে বসবাসরত দুই সহোদর নাসরিন ও রাশেদ মজুমদার আটর্নি হিসেবে নতুনভাবে অন্তর্ভুক্ত হচ্ছেন। তারা দুজন হলেন বাংলাদেশি আইজীবী মোহাম্মদ এন মজুমদার এবং রোকসানা মজুমদারের সন্তান।
নাসরিন কিউনি থেকে জিডি এবং রাশেদ পিস ইউনিভার্সিটি অব ল’ থেকে জিডি ডিগ্রিধারী। নাসরিন কাজ করছেন ইমিগ্রেশন অ্যাটর্নি হিসেবে। ছাত্রজীবন থেকেই ইমিগ্রেশন ল ফার্মে এবং তার পিতার সঙ্গে কাজ করে আসছেন।
অন্যদিকে, রাশেদ জুলাইতে ল’ সম্পন্ন করে অক্টোবর ২০২১-এ বঙ্কসের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে অ্যাসিটেন্ট অ্যাটর্নি হিসাবে যোগ দিয়েছেন এবং অ্যাটর্নি হিসেবে শপথ গ্রহণের অপেক্ষায় আছেন। তাদের দাদা এবং নানা দুইজনই ছিলেন শিক্ষানুরাগী।
রাশেদ জন্মের পর থেকে পিতা-মাতার সাথে বসবাস করে আসছেন।
দুই সন্তানের উচ্চতর ডিগ্রি অর্জন সম্পর্কে মোহাম্মদ এন মজুমদার বলেন, ‘দুই সন্তান আমার পদাঙ্ক অনুসরণ করেছে, একজন ইমিগ্রেশন অ্যাটর্নি হিসেবে গণমানুষের জন্য কাজ করবেন। আরেকজন জনগণের পক্ষে অ্যাটর্নি হিসেবে আইনি লড়াই করবেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।