Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

দারুল উলুম নিউইয়র্ক পরিদর্শনে ড. মাহমুদুল হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৬, ২৩ ডিসেম্বর ২০২১

দারুল উলুম নিউইয়র্ক পরিদর্শনে ড. মাহমুদুল হাসান

কমিউনিটির স্বনামধন্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম নিউইয়র্ক পরিদর্শন করেছেন লন্ডনের এসেক্স মসজিদের ইমাম-খতিব ও প্রিন্সিপাল শায়েখ ড. মাহমুদুল হাসান। প্রতিষ্ঠানটি ঘুরে দেখার পাশাপাশি শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। 

শায়েখ ড. মাহমুদুল হাসান বলেন, যুক্তরাষ্ট্রের বুকে এমন একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান থাকাটা দারুণ ব্যাপার। এর শিক্ষক-শিক্ষার্থী এবং পরিচালনা পর্ষদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। 

আশাকরি, সময়ের ব্যবধানে এই শিক্ষাপ্রতিষ্ঠান আরও বড় হবে এবং কমিউনিটিতে প্রভাব সৃষ্ঠি করতে সক্ষম হবে। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন দারুল উলুম নিউইয়র্কের প্রেসিডেন্ট এইচএম বরকতুল্লাহ, মসজিদ মিশন সেন্টারের ইমাম মাওলানা মঞ্জুরুল করিম এবং আইটিভি ইউএসএ-এর প্রধান নির্বাহী মুহাম্মদ শহীদুল্লাহ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ