Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউ ইয়র্কে বাড়ছে করোনার সংক্রমণ

নিউ ইয়র্কে দৈনিক আক্রান্তের রেকর্ড

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৯, ১৯ ডিসেম্বর ২০২১

নিউ ইয়র্কে দৈনিক আক্রান্তের রেকর্ড

করোনাভাইরাস মহামারিতে দৈনিক আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। শুক্রবার কর্মকর্তারা সেখানে ২১ হাজার ২৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে।

অঙ্গরাজ্যটির পরিসংখ্যান অনুসারে, এর আগে নিউ ইয়র্কে সর্বোচ্চ দৈনিক শনাক্তের রেকর্ড হয়েছিল ১৪ জানুয়ারি। ওই দিন ১৯ হাজার ৯৪২ জন শনাক্ত হয়েছিলেন। 

 

খবরে বলা হয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত হাসপাতালে রোগী ভর্তি হওয়ার হার কম। নতুন আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৮৩৯ জন। তুলনামূলক হিসাবে ১৪ জানুয়ারি হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৮ হাজার ৮৮। সংক্রমণ চূড়ায় পৌঁছার সময় মধ্য এপ্রিলে নিউ ইয়র্কে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় ১৯ হাজার ছুঁয়েছিল।

শুক্রবারের তথ্য অনুসারে, এক সপ্তাহের ব্যবধানে অঙ্গরাজ্যটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৫৪ শতাংশ। মঙ্গলবার সেখানে নতুন শনাক্তের সংখ্যা ছিল ৮ হাজার ২৬৬।


 চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ