Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

মুহাম্মদ শহীদুল্লাহর আলোচিত বই ‘মুক্তিযুদ্ধে আলেম সমাজ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৬, ১৭ ডিসেম্বর ২০২১

মুহাম্মদ শহীদুল্লাহর আলোচিত বই ‘মুক্তিযুদ্ধে আলেম সমাজ’

চলছে বিজয়ের মাস। একইসাথে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। ১৯৭১ সালে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে বীর বাঙালি। গুটিকয়েক কুচক্রী ছাড়া ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই এই মহান যুদ্ধে কোনো না কোনোভাবে অংশ নিয়েছেন। 

পিছিয়ে ছিলেন না আলেম-ওলামারাও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মুক্তিযুদ্ধে তাদের ত্যাগ দিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি। 

স্বাধীনতা সংগ্রামের এই চাপা পড়া অংশ নিয়ে বিশিষ্ট ইসলামিক স্কলার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ লিখলেন ‘মুক্তিযুদ্ধে আলেম সমাজ’ নামক বই। সঙ্গত কারণেই অনুসন্ধানী পাঠকের কাছে বইটি ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। 

২০১৬ সালে প্রকাশিত বইটি এখনো বেশ চাহিদাসম্পন্ন। বিজয়ের মাসে নতুন করে আলোচনায় এসেছে বইটি। অনলাইনে অর্ডার করেও এটি সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে এর প্রকাশনী ‘মাকতাবাতুল ইসলাম’ কর্তৃপক্ষ।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ