
ব্রুকলিনে বাঙালি মালিকানায় প্রো-হেলথ হোমকেয়ার নামে আরেকটি হোমকেয়ার সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। গত ১০ ডিসেম্বর ৩৭৫ ম্যাকডোনাল্ড এভিনিউতে এর উদ্বোধন হয়।
এ উপলক্ষে দোয়া মাহফিলের পর কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রো-হেলথ হোমকেয়ারের সিইও মামুন উর রশীদের পরিচালনায় বাংলাদেশ মুসলিম সেন্টারের ইমাম ও খতীব মাওলানা রুহুল্লাহ দোয়া-মাহফিল পরিচালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট এসেম্বলিম্যান রবার্ট ক্যারোল, বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি আবুল হাশেম, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী রব মিয়া, কমিউনিটি এক্টিভিস্ট লুৎফুল করিম প্রমুখ।
প্রতিষ্ঠানটির সিইও মামুন উর রশীদ জানান, ব্রুকলিনবাসীর সুবিধার্থেই শহরের প্রাণকেন্দ্র চার্চ ম্যাকডোনাল্ডে স্থাপন করা হল প্রো-হেলথ হোমকেয়ার। এখান থেকে সিটির প্রবীণ এবং বয়স্কদের হোম কেয়ার সংশ্লিষ্ট সব ধরনের সেবা প্রদান করা হবে।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।