
সম্মিলিত ব্রঙ্কসবাসীর ব্যানারে বাংলাদেশের ৫১তম মহান বিজয় দিবস উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার গোল্ডেন প্যালেস পার্টি সেন্টারে বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে।
এতে থাকবে মুক্তিযোদ্ধা সম্মাননা, স্মৃতিচারণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
উদযাপন কমিটির দায়িত্বে রয়েছেন- আহবায়ক কাওসারুজ্জাম কয়েস, যুগ্ম আহŸায়ক কামরুজ্জামান বাবু, এমবি তুষার, মোহাম্মাদ শামীম মিয়া, বিলাল ইসলাম, মোঃ খলিলুর রহমান, মোঃ সামাদ মিয়া জাকের, এমডি আলাউদ্দিন।
এছাড়া সদস্য সচিব এ ইসলাম মামুন, যুগ্ম সদস্য সচিব কাজী রবিউজ্জামান, মোঃ জুয়েল, মিয়া মোহাম্মাদ দাউদ, নুরুল ইসলাম, রেজা আবদুল্লাহ স্বপন ও সারোয়ার চৌধুরী দায়িত্বে থাকবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা এবং একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নুরুন নবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনজুর আহমেদ।
এছাড়া আরও উপস্থিত থাকবেন আব্দুর রহিম হাওলাদার, আজমল হোসেন কুনু, বদরুল খান এবং বদরুন নাহার খাননহ অনেক বিশিষ্টজন।