
মহান বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্কের কুইন্স প্যালেসে সম্প্রতি একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ক্লাব যুক্তরাষ্ট্র। সংগঠনটির সভাপতি নূরুল আমিন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক সাদেক শিবলী।
বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, জয়নাল আবেদীন, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, এটর্নী মঈন চৌধুরী, সাংবাদিক শামীম আল আল আমিন।
এছাড়া যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি দুরূদ মিয়া রনেল, বাংলাদেশ ক্লাব যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক মাহফুজুল হক হায়দার এবং প্রচার সম্পাদক হেলাল মিয়াসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করেন ক্লোজআপ তারকা লালন কন্যা লায়লা ও বাউল সম্রাট শফি মন্ডল।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।