
করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণের জন্য কমিউনিটির মানুষের মধ্যে আগ্রহ তৈরি করার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিয়েছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি।
এর আগে অনেক সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কর্মসূচি পালিত হলেও এবার ভ্যাকসিন গ্রহণ করলে ১০০ ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি।
আগামী ১০ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হবে জ্যামাইকার ইনউড স্ট্রিটে অবস্থিত আল কুবা ইসলামিক সেন্টারে।
ভ্যাকসিন নিতে হলে ড্রাইভিং লাইসেন্স, স্টেট আইডি কিংবা অন্য যে কোনো পরিচয়পত্র দেখাতে হবে। আর যারা বুস্টার ডোজ নিতে চান তাদের কাছে থাকতে হবে পূর্বে দুই ডোজ ভ্যাকসিন নেওয়ার সার্টিফিকেট।
বাংলাদেশি আমেরিকান সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সেলিম খান এবং সাধারণ সম্পাদক আমিন মেহেদি সবাইকে ভ্যাকসিন গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।