
বাংলাদেশি আমেরিকান সোসাইটির উদ্যোগে কমিউনিটির দুস্থ ও অসহায় মানুষের হাতে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ৪ ডিসেম্বর ব্রæকলিন, ওজন পার্ক, জ্যাকসন হাইটস এবং এস্টোরিয়ার বিভিন্ন পয়েন্টে এই মানবিক কর্মসূচি পালিত হয়।
এস্টোরিয়ার শাহ জালাল মসজিদ এবং জ্যামাইকার আল কুবা মসজিদের সামনে করোনাভাইরাসের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব খাবার তুলে দেওয়া হয়। সবমিলিয়ে ৩৫০ বক্স ফল এবং শাকসবজি তুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি কৃষ্ণাঙ্গ ও স্প্যানিশ আমেরিকানরা এতে উপকৃত হয়েছেন। এক বার্তায় আগামী দিনগুলোতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশি আমেরিকান সোসাইটি কর্তৃপক্ষ।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।