
কমিউনিটির স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল মামুর স্কুলের উদ্যোগে বার্ষিক ফান্ডরাইজিং ও ডিনার-২০২১ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ ডিসেম্বর রোববার বিকেল ৬টায় এটি শুরু হয় কুইন্সের ১১৬-৩৩ কুইন্স বুলেভার্ডে অবস্থিত আগ্রা প্যালেসে। চলে রাত ৯টা পর্যন্ত।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১২ গ্রেডের শিক্ষার্থী রায়ান আহসান। এরপর বক্তব্য দেন ফান্ডরাইজিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ রানা, ইমাম শামসি আলী এবং জেএমসির প্রেসিডেন্ট ড. সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে চমৎকার কণ্ঠে নাশিদ পরিবেশন করেন আয়াত আহমেদ। কবিতা আবৃত্তি করেন রাকা, জাহরা ও শাফিয়া শারতাজ।
বক্তাদের তালিকায় আরও ছিলেন আল মামুর স্কুলের প্রিন্সিপাল আরশিন সাঈদ। এছাড়া খাজা মিজান হাসান ও মুহিব ইসলাম বক্তব্য রাখেন। কি-নোট স্পিকার হিসেবে ছিলেন মসজিদ আল আকসা-এর অন্যতম ইমাম ড. হাসান আবু নার।
জ্যামাইকা মুসলিম সেন্টারের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সৈয়দ মোজাফফরের বক্তব্যের পর ইমাম মাওলানা আবু জাফর বেগের দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।