Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

জালালাদ এসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫১, ৪ ডিসেম্বর ২০২১

জালালাদ এসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন

আগামী বছরের শুরুর দিকেই অনুষ্ঠিত হতে হচ্ছে যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচন। মার্চ মাসের মধ্যে সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। 

ইতিমধ্যেই বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। গঠন করা হয়েছে ৫ সদস্যের নির্বাচন কমিশন। আগামী ২৬ ডিসেম্বর ভোটার হওয়ার শেষ তারিখ। যুক্তরাষ্ট্রে বসবাসরত সিলেটের চার জেলার ৩৯ থানার বাসিন্দারা ভোট দিয়ে থাকেন এই নির্বাচনে। 

নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় চলছে বৈঠক। ঘরোয়া বৈঠকে আলোচনা হচ্ছে সম্ভাব্য প্রার্থী নিয়ে। এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন করতে গঠন করা হয়েছে ৫ সদস্যের নির্বাচন কমিশন। 

গত ২৮ নভেম্বর সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভায় এই কমিশন গঠন করা হয়। কমিশনের কর্মকর্তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম, কমিশনার যথাক্রমে মোশারফ আলম, সাব্বির হোসেন, মিনহাজ আহমেদ আহমদ হাকিম।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ