
বাংলাদেশ থেকে ১৯৯৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করা যুক্তরাষ্ট্র প্রবাসীরা ফেসবুক মাধ্যমে ঐক্যবদ্ধ হন ‘৯৩ আমেরিকা’ নামের একটি প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন সময় নানা আয়োজনের মধ্য দিয়ে একত্র হন সদস্যরা।
তেমনই একটি আয়োজন শীতকালিন পিঠা উৎসব। ৯৩ আমেরিকার উদ্যোগে আগামী ১১ ডিসেম্বর এটি অনুষ্ঠিত হবে। পাশাপাশি থাকছে বন্ধুদের পারিবারিক মিলনমেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে অংশগ্রহণের জন্য চাঁদা নির্ধারণ করা হয়েছে একজনের জন্য ৫০ ডলার। পরিবার তথা স্বামী, স্ত্রী, সন্তান, বাবা, মা, শ্বশুর, শ্বাশুরীর প্রত্যেকের ক্ষেত্রে আরও ৫০ ডলার করে।
চাঁদা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ খায়রুল আলম ও মাহবুব হোসাইনকে। সকল এই আয়োজনে অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে চাঁদা জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ খায়রুল আলম।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।