Channel786 is a Community News Network

বাকা-এর বিজয় দিবস উদযাপন ১৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ২৮ নভেম্বর ২০২১

বাকা-এর বিজয় দিবস উদযাপন ১৯ ডিসেম্বর

বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন তথা বাকা-এর উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বর এই উদযাপন অনুষ্ঠিত হবে। গত ২১ নভেম্বর ব্রঙ্কসের খলিল চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠিনটির কার্যকরী কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

এছাড়া আগামী ২৭ নভেম্বর স্টুডেন্ট এওয়ার্ড ও গুণীজন সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাসিম, সহ-সভাপতি ফয়সল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা আহমেদ, আলমগীর কবির শামীম, শাহ কামাল উদ্দিনসহ আরও অনেকে। 

এক বার্তায় ১৯ ডিসেম্বরের বিজয় উদযাপনের অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ