
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হবে সম্মিলিত ব্রঙ্কসবাসীর উদ্যোগে। সম্প্রতি ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে একটি মিটিং শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মিটিং শেষে এক বার্তায় বলা হয়েছে, এই উদযাপন অনুষ্ঠিত হবে গোল্ডেন প্যালেসে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাজানো হয়েছে এই বিজয় উদযাপন। থাকবে র্যালি, সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক আয়োজন।
ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটির কমিউনিটির সবাইকে এই র্যালিতে অংশ নেওয়ার উদাত্ত আহŸান জানানো হয়।
বার্তায় বলা হয়, ভেদাভেদ ভুলে সবাই মিলে অংশ নিলে এই আয়োজন স্বার্থক হবে। প্রবাসের মাটিতে তুলে ধরা যাবে প্রিয় বাংলাদেশ এবং মাতৃভ‚মির বিজয়।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।