Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে ১ ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২০, ২৩ নভেম্বর ২০২১

নিউইয়র্কে ১ ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি

পহেলা ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছেন নিউইয়র্কে বসবাসরত বীর মুক্তিযোদ্ধারা। সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে নিউইয়র্কে আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপনের এক প্রস্তুতি সভায় এ আহ্বান জানানো হয়। 

গত ২০ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টের পার্টি হলে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি। 

তারা জানান, মুক্তিযোদ্ধাদের প্রায় দুই দশকের দাবি পূরণ করতে পহেলা ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে তা পালনের প্রস্তাব করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির এই প্রস্তাবে একমত প্রকাশ করেছে মন্ত্রণালয়। এখন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন দরকার।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ