Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নির বরাদ্দে নেই বাংলাদেশি সংগঠনের নাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১১, ২২ নভেম্বর ২০২১

কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নির বরাদ্দে নেই বাংলাদেশি সংগঠনের নাম

যুব অপরাধ প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের জন্য কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নির পক্ষ থেকে বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের তালিকা করা হয়েছে। নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দের মাধ্যমে এই সংগঠনগুলো কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করবে। 

অবাক করা ব্যাপার হল, সেই তালিকায় বাংলাদেশি কোনো সংগঠনকে রাখা হয়নি। অথচ সেখানে তৎপর রয়েছে অনেকগুলো বাংলাদেশি সংগঠন। তালিকায় স্ট্রিট, অলি-গলি, এমনকি নাম না জানা অনেক সংগঠন রয়েছে, কিন্তু নেই বাংলাদেশি কোনো সংগঠন। 

সম্প্রতি কুইন্সি ডিস্ট্রিক্ট এটর্নি মেলিন্ডা কার্টজ তার অফিসের কমিউনিটি ইয়ুথ ডেভেলপমেন্ট ও ক্রাইম প্রিভেনশন প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে ২৮টি কমিউনিটিভিত্তিক সংগঠনের জন্য তহবিল বরাদ্দের ঘোষণা দিয়েছেন। এর আগে এই তহবিলের জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছিল।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ