Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহর ৮০তম জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৩, ২২ নভেম্বর ২০২১

প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহর ৮০তম জন্মবার্ষিকী উদযাপন

কমিউনিটির প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহর ৮০তম জন্মদিন উপলক্ষে একটি আড়ম্বর আয়োজন সম্পন্ন হয়েছে। গতকাল ২১ নভেম্বর নিউইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই জন্মদিন উদযাপন ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনের উপস্থিতিতে আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল সংগীত পরিবেশনা, নৃত্যানুষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিদের আলোচনা। 

সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। এই ভালোবাসার কারণেই এমন বার্ধক্যে এসেও বাঁচার শক্তি পাই। এখানে যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ