
কমিউনিটির প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহর ৮০তম জন্মদিন উপলক্ষে একটি আড়ম্বর আয়োজন সম্পন্ন হয়েছে। গতকাল ২১ নভেম্বর নিউইয়র্কের লাগোর্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই জন্মদিন উদযাপন ও নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনের উপস্থিতিতে আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল সংগীত পরিবেশনা, নৃত্যানুষ্ঠান ও বিশিষ্ট ব্যক্তিদের আলোচনা।
সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত। এই ভালোবাসার কারণেই এমন বার্ধক্যে এসেও বাঁচার শক্তি পাই। এখানে যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাচ্ছি।
চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected]। আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।