Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

কোরআনের বিকৃত বানান নিয়ে উত্তপ্ত সংবাদ সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৩, ২৫ অক্টোবর ২০২১

কোরআনের বিকৃত বানান নিয়ে উত্তপ্ত সংবাদ সম্মেলন 

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ধর্মীয় মৌলবাদী ও উগ্রপন্থিদের সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পবিত্র কোরআনকে বিকৃত বানানে ‘কুরান’ বলা হয়েছে। 

গত ২২ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোঁরায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিক এ নিয়ে প্রশ্ন তোলেন। বানান ভুলের জবাবে মুদ্রণজনিত কারণ দেখিয়ে ক্ষমা চান আয়োজক হিন্দু কমিউনিটির নেতারা। 

কিন্তু পরক্ষণেই আয়োজকবৃন্দের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন জনৈক ব্যক্তি। তিনি ক্ষিপ্ত হয়ে আয়োজকসহ উক্ত সাংবাদিককে উদ্দেশ করে নানা ধরনের প্রশ্ন করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। 

সম্প্রতি বাংলাদেশে শারদীয় দুর্গোৎসবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ধর্মীয় মৌলবাদী ও উগ্রপন্থিদের সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ওই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ