Channel 786 | চ্যানেল ৭৮৬ | Community Bangla Newspaper

নিউইয়র্কে দ্রব্যমূল্যের দাম আরও বাড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৯, ২৪ অক্টোবর ২০২১

নিউইয়র্কে দ্রব্যমূল্যের দাম আরও বাড়ার শঙ্কা

সাম্প্রতিক সময়ে নিউইয়র্কে নিত্যপণ্যের দাম বেড়েছে। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে- জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, পণ্য আমদানি করার কন্টেইনারের ভাড়া বৃদ্ধি, বন্দরে কন্টেইনারের জটলা, পণ্য খালাসে কর্মীর অভাব এবং অতিরিক্ত বেতনে কর্মী নিয়োগ। 

বিশ্লেষকরা বলছেন, সমস্যাগুলোর সমাধান না হলে আগামী ছয় মাসে দ্রব্যমূল্য আরো বাড়ার শঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা স্পষ্ট করেই বলছেন, এভাবে চলতে থাকলে জিনিসপত্রের দাম আরও বাড়বে। 

এতে করে মানুষের জীবন নির্বাহ করা কঠিন হয়ে পড়বে। কারণ যে হারে পণ্যমূল্য বাড়ছে, সেই হারে মানুষের আয় বাড়ছে না। 

দিন দিন ব্যয় বাড়তে থাকায় আয়ের সাথে ব্যয়ের সংগতি করা কঠিন হয়ে যাচ্ছে। এদিকে, দ্রæততম সময়ের মধ্যে কন্টেইনার সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছে প্রশাসন। পণ্য খালাস করার ব্যাপারেও বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।


চ্যানেল ৭৮৬ এর নিউজ রুম এ যোগাযোগ করতে ই মেইল করুন এই ঠিকানায় [email protected] । আপনার পন্য বা সেবার প্রচারে বিজ্ঞাপন প্রচারের জন্য কল করুন +1 (718) 355-9232 এই নাম্বারে।

সংবাদটি শেয়ার করুনঃ